অতীশ দীপঙ্কর স্বর্ণপদক পেলেন সীতাকুণ্ডের দুই কৃতি সন্তান

173
 এস.এম রিয়াদুল ইসলাম |  শনিবার, মে ১, ২০২১ |  ৮:৪৭ পূর্বাহ্ণ
আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী  ও আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী।
       

অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ শুক্রবার  ( ৩০ এপ্রিল) রাজধানীতে এক সভায় অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০২১ ঘোষণা করেছে।

পরিষদের  বছরপূর্তি উপলক্ষে সীমিত পরিসরে   অনুষ্ঠান মালার আয়োজনের পাশাপাশি এ বছর  বিশিষ্ট ব্যক্তিত্বকে এ পদক দেয়া হবে।

আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী  ও আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী।

এ বছর যাঁরা পদক পাবেন তাদের সধ্যে সমাজ সেবায় সীতাকু্ণ্ডের দুই কৃতি সন্তানের নামও ঘোষণা করা হয়।

তারা হলেন  সীতাকুণ্ডের দুইজন সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী  ও আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী।

শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হবে।

মোস্তফা কামাল চৌধুরী সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি   ও বর্তমানে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
অপরজন সীতাকুণ্ডের বিশিষ্ট সমাজ সেবক
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী।