রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

139
  |  মঙ্গলবার, মে ৭, ২০১৯ |  ১:২৪ অপরাহ্ণ
       

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই বাজারে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, খোলা সেমাই বিক্রি, পঁচা ফল বিক্রি, গরুর মাংসের দোকানে অতিরিক্ত মূল্য নেয়ার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রোয়াজার হাট বাজার ও চন্দ্রঘোনার লিচু বাগান বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। বাজারে অভিযান চালিয়ে দেখা যায় অধিকাংশ দোকানে মূল্য তালিকা টাঙানো নেই। মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, খোলা সেমাই বিক্রি, পঁচা ফল বিক্রি, গরুর মাংসের দোকানে অতিরিক্ত মূল্য নেয়ার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়। পুরো রোজার মাসে প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।