সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ দিনমজুরকে কাউন্সিলর কাকলির নগদ টাকা খাদ্য উপহার প্রদান

449
 সীতাকুণ্ড প্রতিনিধি |  মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১ |  ৪:০৯ অপরাহ্ণ
       

সীতাকুণ্ড ভূঁইয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ দিন মজুরকে কাউন্সিলর কাকলির নিজ উদ্যোগে নগদ টাকা খাদ্য উপহার প্রদান করা হয়েছে।

সীতাকুণ্ড পৌরসভার  ৪নং ওয়ার্ড ভূঁইয়া পাড়া দাউদ সম্রাটের বাড়ির পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ব্যাচেলর বাসার ২-৩ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয় যায়।

জানা গেছে, বৃহস্পতিবার  রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির লোকজন হঠাৎ ঘরে আগুন দেখতে পায়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগায়
আগুনের ভয়াবহতার কারণে তারা কিছু বুঝে ওঠার আগেই পাশের ঘর গুলোতে আগুন লেগে মুহূর্তেই  ২-৩ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ১১ জন দিনমজুর  ক্ষতিগ্রস্ত হয়।  আগুনে তারা একদম নিঃস্ব এবং সর্বহারা হয়ে গেছে।

বর পেয়ে নারী ওয়ার্ড কাউন্সিলর কামরুন নাহার কাকলী ছুটে যান এবং নিজ  উদ্যোগে ১১ হতদরিদ্র দিনমজুরের মাঝে নগদ ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

কাউন্সিলর কামরুন নাহার কাকলি সীতাকুণ্ড পৌরসভার দক্ষ সংগঠক প্রভাবশালী যুবনেতা প্রয়াত দাউদ সম্রাটের সহধর্মিণী।