সীতাকুণ্ডে দক্ষিণ কেদারখীল ফোরকানীয়া ও জামে মসজিদের ১২০ বছর উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা, সুন্নাতে খতনা ও রক্তের গ্রুপ নির্ণয়

176
 মো:নজরুল ইসলাম |  শুক্রবার, এপ্রিল ২, ২০২১ |  ৪:৫৫ অপরাহ্ণ
       

সীতাকুণ্ডের দঃ কেদারখীল ফোরকানীয়া ও জামে মসজিদের ১২০ বছর উদযাপন উপলক্ষে ফোরকানীয়া কল্যান ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় চিকিৎসা কার্যক্রম পূর্ব আলোচনা সভায় মসজিদ পরাচালনা কমিটির সভাপতি মোঃ আমিনুল হক উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন।

এতে ২৭৮ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, ১৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান ও ১৫ জন কিশোরকে সুন্নাতে খতনা করানো হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন আই,এইচ টি চট্টগ্রামের সহকারী পরিচালক ডাঃ মিছবাহুল আলম ও ডাঃ আসিফ।

সুন্নাতে খতনা পরিচালনা করেন ডাঃ এম এন পাশা ও নুরুল আবছার এবং রক্তের গ্রুপ নির্ণয় করেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উক্ত ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম, মহিম উদ্দিন মহিম, ফখরুল ইসলাম সোহেল ও দিদারুল আলম ও নাহিদ।