ঐতিহ্যবাহী বসন্তদূত ক্লাবে স্থায়ী কমিটির সদস্য ও সোনাছড়ি ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাদেক আলী সাগর এর সঞ্চালনায় ও ছাত্রলীগের তরুন ছাত্র নেতা সাইমন আবরারের সহযোগীতায় শেখ রাসেল স্মৃতি দিবারাত্রী শট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে ।
১৯ মার্চ শুক্রবার সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া খাদেম বাড়ী-সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট সম্পন্ন হয় ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনির আহমেদ।
প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব আ.ম.ম দিলশাদ,।
বিশেষ অতিথি ছিলেন হযরত পীর বারআউলিয়া (রা:) ওয়াকফ এস্টেটের মতোয়াল্লী জনাব আলহাজ্ব এস এম মাকসুদুল আলম ও সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাবশালী নেতা ওয়াহীদুল আলম চৌধুরী।
তাছাড়া আরো উপস্হিত ছিলেন প্রভাবশালী ও ঐতিহ্যবাহী সংগঠন বসন্তদূত ক্লাবের সাধারণ সম্পাদক এস এম রিয়াদুল ইসলাম সহ বিভিন্ন সম্মানি ব্যক্তিবর্গ।টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খাদেম বাড়ী ওয়ারিয়ার্সকে নেতৃত্ব দেন মীর জাবেদ ও এফ সি সি ফুলতলাকে নেতৃত্ব দেন মো: মোহন ।
এতে খাদেম বাড়ী ওয়ারিয়ার্স রানার্সআপ এবং এফ সি সি ফুলতলা চ্যাম্পিয়ন হয়।উক্ত ম্যাচ শেষে অতিথিরা পুরস্কার বিতরন করেন।