
বাংলাদেশে যে কয়জন লেডি বাইকার রয়েছেন তার মধ্যে লেডি বাইকার শাকিরা সাহরিন দিপা অন্যতম। সাহসী ও প্রতিবাদী এই লেডি বাইকারের স্বপ্ন দেশে পুরুষদের পাশাপাশি মেয়েরাও বাইক চালাবে এবং তার সংখ্যা পুরুষ বাইকারের সংখ্যার চেয়ে বেশি হবে।
তার এই স্বপ্নের দ্যুতি ছড়িয়ে দিতে পর্যটন নগরী চট্টগ্রামে এসেছিলেন এই লেডি বাইকার। কর্ণফুলী নদীর তীরে নেভালে সৌজন্য সাক্ষাতের আয়োজন করে সীতাকুণ্ডের বহু পুরোনো ঐতিহ্যবাহী সংগঠন বসন্তদূত ক্লাব।

সাক্ষাৎকালে চট্টগ্রামে লেডি বাইকার বৃদ্ধি ও পর্যটন স্পট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এই সময় পতেঙ্গা সি বিচ ও নেভাল বিচ পরিদর্শন করেন । মোটরবাইক চালানো শখে পরিণত হয়ে গেছে দিপার। এ বাইক ঘিরেই চলছে তার নানা কসরত। মোটরসাইকেল নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী হয়ে ওঠেছেন ইতিমধ্যে।

সৌজন্য সাক্ষাৎকালে সাধারণ সম্পাদক এস.এম রিয়াদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন, বাইকার সাইফুল ইসলাম রনি, আন্তর্জাতিক বাইকার মোস্তাক চৌধুরী ও উদীয়মান বাইকার শাহরিয়ার ওয়াজেদ আবির।
একই দিন সাক্ষাৎ শেষে কক্সবাজারের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেন এই লেডি বাইকার।