

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন,সরকারি সংস্থাসমূহের সহযোগিতায় সীতাকুণ্ডে শিশু শ্রম ও নারী নির্যাতন হ্রাস পেয়েছে। মানব সেবায় সীতাকুণ্ড ছাড়াও দেশের অন্যান্য উপজেলাতে ইপসা উন্নয়ন মূলক কাজ করে চলেছে। তাই ইপসা প্রশংসার দাবীদার। রেডিও সাগর গিরির মাধ্যমে সচেতনতনামূলক অনুষ্ঠান প্রচার অব্যাহত রেখেছেন তারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইপসা আয়োজিত বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তন ইপসা এইচআরডিসি কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সীতাকুণ্ডে শিশু শ্রম ও নারী নির্যাতন বন্ধে স্থানীয় সরকার প্রতিনিধি ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছোফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুরনেছা, ১নং সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীও বাড়বকুণ্ড ইউনিয়ন চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইপসা প্রকল্প সমন্বয়কারী মো. আলী শাহীন।
রেডিও সাগর গিরি প্রযোজক সঞ্চয় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. ফারুক হোসেন, ইপসা কর্মকর্তা মো. শামীমসহ বিভিন্ন স্থান থেকে আগত ইউপি সদস্য বৃন্দ।