পিঠা উৎসব ২০২০ উদযাপন সীতাকুণ্ড ডিগ্রী কলেজে

381
 হাকিম মোল্লা |  বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২০ |  ২:১১ অপরাহ্ণ
পিঠাস্টল ঘুর দেখছেন প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
       
পিঠাস্টল ঘুরে দেখছেন প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

সীতাকুণ্ড ডিগ্রী কলেজের উদ্যোগে পিঠা উৎসব ও আনন্দ মেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব ২০২০ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

কলেজের অধ্যক্ষ মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে মেলা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ মূসা, অধ্যাপক শহিদ হাসান মোহাম্মদ শাহরিয়ার,অধ্যাপিকা ইশরাত জাহান চৌধুরী, অজিৎ কুমার দে, সীতাকু- প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্যাহ, সীতাকু- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক জাহেদ আনোয়ার চৌধুরী, হাকিম মোল্লা প্রমুখ।

পিঠাস্টল ঘুরে দেখছেন প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুদ্দিন আহম্মেদ। পিঠা উৎসব উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া পিঠা স্টল গুলো প্রধান অতিথি ঘুরে দেখেন। মেলা মাতিয়ে রাখতে দিনব্যাপী কলেজের ছাত্র-ছাত্রীরা মঞ্চে গান পরিবেশন করেন।
এবারের মেলায় ১৭টি পিঠা স্টল, ১টি ম্যাডামদের হস্তশিল্পের স্টল ও সুমি নার্সারি ও একটি বইয়ের স্টল স্থান পায়।

পিঠাস্টল ঘুরে দেখছেন প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

পড়াশুনা অবস্থায় ছাত্র-ছাত্রীদের সার্ভিস প্রোভাইডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই মেলার আয়োজন। ছাত্র-ছাত্রীদের ঘরে তৈরি পিঠাই স্টলগুলোতে স্থান পায়।

পিঠাস্টলের নাম গুলো হলো: রোভার স্কাউট, আহারি-বাহারি পিঠাপুলি, রেড রোজ পিঠা,নিরুপমা মুখার্জি, কুয়াশা পিঠাঘর,নকশি পিঠা, রসের হাড়ি, পৌষ পার্বণের পিঠা, অনিন্দের পিঠাঘর, বাঙালিয়ানা পিঠাঘর, চি-নো সুইটস,পাহাড়িকা পিঠা শপ, অপসরি পিঠা, শীতে হিমে স্বাদের পিঠা, পিঠাপুলি রাজ্য, সাতকাহন, পিঠাকুঠির।