“সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম” কর্তৃক আয়োজিত শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ লোকমান মিয়া, ” মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড- ২০১৯” অর্জন করায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড- ২০১৯ বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিঁয়ার হাত থেকে গ্রহন করেন। উল্লেখ্য যে, তিনি আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন থেকে আরও একটি “শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড- ২০১৯” অর্জন করেন। তাঁর একাধিক বার এ্যাওয়ার্ড প্রাপ্তি এবং লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়কে একাধিক বার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচয় করিয়ে দেন।