122
  |  রবিবার, সেপ্টেম্বর ৮, ২০১৯ |  ৪:২৩ অপরাহ্ণ
       

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। উপজেলা শিক্ষা অফিস চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হক। উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফার সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল্যাহ মজুমদার, পরিসংখ্যান অফিসার সৌরভ পাল মিন্টু,সহকারি শিক্ষা অফিসার তাজমেরী খাতুন ও আমার বাড়ি আমার খামার প্রকল্প সমন্বয়ক মানস নন্দীসহ অনেকে। অনুষ্ঠানের সভাপতি শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা তাঁর বক্তব্যে বলেন টেকসই উন্নয়নের জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং সুনাগরিক গুনাবলী বিকাশে শিক্ষার কোন বিকল্প নেই। এদিকে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সৈয়দ মাহাবুবুল হক কক্তব্যে বলেন, সাক্ষরতায় শিক্ষিত হয়ে অনেকে উন্নত বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছেন।