শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রয় নিষিদ্ধ করার ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।
আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যমান তামাকের সকল দোকান অপসারণ করার নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, চট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোন প্রকার তামাকজাত দ্রব্যের বিক্রয়, বিজ্ঞাপন ও প্রচারণা করা যাবেনা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালের সংশোধণী) এর বিধান মতে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাই আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সকল তামাকজাত দ্রব্য বিক্রয়, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া গেল। অন্যথায় উল্লেখিত তারিখের পর কর্পোরেশনের ভ্রাম্মমান আদালত জেল/জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সিটি কর্পোরেশনের মেয়র।