রিক্সার চাকায় ওড়না প্যাঁচিয়ে ছাত্রীর মৃত্যু

165
  |  সোমবার, জুলাই ১৫, ২০১৯ |  ১১:৪৩ অপরাহ্ণ
       

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত রিক্সার চাকায় ওড়না প্যাঁচিয়ে মিনা আক্তার (১৪) নামে কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দক্ষিণ মহাদেবপুর নলুয়া গ্রামের এজাহার মিয়া সওদাগরের কন্যা। সে এবছর সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এসসি চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টার দিকে সীতাকুণ্ডে ফকিরহাট ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ড পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে সীতাকু- ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে তার ওড়না চাকার সঙ্গে প্যাঁচিয়ে যায়। এতে কলেজ ছাত্রীটির গলায় ফাঁস লাগে এবং রিক্সা থেকে মহাসড়কে পড়ে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ছুটে এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আউদ্দিন কলেজছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সহপাঠি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সীতাকুণ্ড বিশ্ব বিদ্যালয় কলেজে শোকের ছায়া নেমে আসে। কলেজ ছাত্রীর মৃত্যুতে মহাসড়কে বেপোরোয়া ব্যাটারি চালিত রিক্সা চালকের শাস্তি দাবী জানানো হয়।